ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে স্বাধীন পর্যবেক্ষক ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েম।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা নির্বাচনে সব বুথে স্বাধীন পর্যবেক্ষক ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই।”
সাদিক কায়েম আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা স্বপ্ন নিয়ে ভর্তি হয়। কিন্তু আবাসন, খাদ্য নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ না থাকলে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী একটি গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলব এবং সেই চর্চা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। লাইব্রেরি আধুনিকায়ন ও বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনকে বাধ্য করব।”
নির্বাচন সংক্রান্ত শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপক্ষীয় আচরণ দেখা যাচ্ছে। শিক্ষক, প্রশাসন ও প্রভোস্ট একটি দলের স্বার্থে কাজ করছে। আগেও তারা আচরণবিধি লঙ্ঘন করেছে। বাইরের কোনো নির্দেশনা বাস্তবায়ন করলে শিক্ষার্থীদের স্বার্থ বিপন্ন হতে পারে।”
এ সময় বক্তব্য দেন শিবির সমর্থিত ডাকসু জিএস প্রার্থী এস এম ফরহাদ ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ২৪-এর জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী খান জসীমের কথা বলার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণার কার্যক্রম শুরু করেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।