Tuesday, August 26, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষদৌলতদিয়ায় ধরা পড়ল ২৫ কেজির পাঙাশ, বিক্রি ৬৭ হাজার টাকায়

দৌলতদিয়ায় ধরা পড়ল ২৫ কেজির পাঙাশ, বিক্রি ৬৭ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের বড় একটি পাঙাশ মাছ। মাছটি অনলাইনের মাধ্যমে ঢাকার এক ক্রেতার কাছে ৬৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় জেলে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওমর হালদার তার সঙ্গীদের নিয়ে কলাবাগান এলাকায় মাছ ধরতে যান। এক পর্যায়ে তার জালে একটি বড় পাঙাশ মাছ ধরা পড়ে।

জেলেরা মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার কেসমত সরদারের আড়তে নিয়ে যান। সেখানে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকায় মাছটি ৬৫ হাজার ৭০০ টাকায় কিনে নেন। পরে তিনি মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভ যুক্ত করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৭ হাজার টাকায় বিক্রি করেন। দুপুরেই মাছটি ডেলিভারি দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর পাঙাশ মাছের চাহিদা ভালো। দৌলতদিয়া এলাকায় জেলেদের জালে বড় বড় পাঙাশ মাছ ধরা পড়ে এবং এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments