Tuesday, August 26, 2025
spot_imgspot_img
Homeবিনোদনপিএইচডি ডিগ্রি অর্জন, নতুন পরিচয়ে ড. রাফিয়াত রশিদ মিথিলা

পিএইচডি ডিগ্রি অর্জন, নতুন পরিচয়ে ড. রাফিয়াত রশিদ মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনে অর্জন করলেন নতুন এক মাইলফলক।

সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ হয়েছে।

স্ট্যাটাসে মিথিলা লিখেন,
‘অপরিসীম আনন্দ আর গর্বের সঙ্গে জানাচ্ছি— আমি আমার পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে সম্পন্ন করেছি। এই মুহূর্তটি আমার টানা পাঁচ বছরের কঠিন ও আবেগঘন এক যাত্রার সমাপ্তি। পুরো পথটা ছিল সুখ, দুঃখ ও নানা চ্যালেঞ্জে ভরা।’

তিনি আরও লেখেন,
‘আমি এমন এক পথ বেছে নিয়েছিলাম, যা মোটেও সহজ ছিল না। একই সময়ে চাকরি, অভিনয় আর পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রি অর্জন করেছি। এই অভিজ্ঞতা আমাকে ধৈর্য, আত্মবিশ্বাস আর সামর্থ্যের এক নতুন শিক্ষা দিয়েছে।’

শেষে মিথিলা কৃতজ্ঞতা জানান তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি। তিনি বলেন,
‘তাদের সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না। আজ থেকে আমি গর্ব করে আমার নামের আগে ড. ব্যবহার করতে পারব—যেটি অর্জনের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’

অভিনয় আর সমাজসেবার পাশাপাশি এখন মিথিলার নতুন পরিচয়— ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments