Tuesday, August 26, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিবাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণা করলেন হাসনাত আব্দুল্লাহ

বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণা করলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। মঙ্গলবার তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্টটি প্রকাশ করেন।

পোস্টে হাসনাত লেখেন— উনি সারাজীবন ধরে আমাদের শেখাচ্ছেন কীভাবে হিমালয়ের মতো দৃঢ় ব্যক্তিত্ব এবং নিরাসক্ত পর্বতসম মহত্ত্ব আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়।”

২০২২ সালের ৯ জানুয়ারিতে প্রকাশিত একটি পুরোনো স্ট্যাটাস তিনি নতুন করে শেয়ার দেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন— পাশে বসে থাকা ভদ্রলোক আমার বাবা। এটা বাবার সাথে আমার প্রথম এবং একমাত্র ছবি।”

হাসনাত তার বাবার চরিত্র নিয়ে লিখেন— তিনি সত্যিই এক অদ্ভুত আকর্ষণীয় মানুষ। সারাজীবন জীবনের অশান্ত ঢেউয়ে হারিয়ে গেছেন, তবুও কখনো ডুবে যাননি। সবসময় ভেসে থেকেছেন, ভাসিয়ে রেখেছেন নিজেকে এবং আমাদের সবাইকে।”

তিনি আরও বলেন, বাবার সবচেয়ে বড় গুণ হলো, কোনো তুচ্ছ বিষয়, জাগতিক স্বার্থ কিংবা ব্যক্তিগত লাভ-লোকসানে তাকে কখনো আসক্ত হতে দেখিনি। নিজের দুঃখ কষ্ট তিনি কাউকে জানান না, বরং চুপচাপ সহ্য করেন। অন্যকে ভালো রাখাই যেন তার জীবনের মূল প্রবৃত্তি।”

বাবার শিক্ষা প্রসঙ্গে হাসনাত লিখেছেন, দিনভর ঝগড়া করে যতটা আদায় করা যায়, তার চেয়ে বেশি পাওয়া যায় বাবার নীরবতায়। তিনি আমাদের শিখিয়েছেন— জীবনে হারজিত থাকবে, সুখ-দুঃখ আসবে, অন্ধকার নেমে আসবে, কিন্তু কখনো নীতি আদর্শের সঙ্গে আপস করা যাবে না। এটাই আমার সংকল্প।”

তিনি জানান, দীর্ঘ ছয় বছর পর তার বাবা দেশে ফিরেছেন। আগামী চার মাস বাবার সান্নিধ্যে কাটাতে পারবেন। পোস্টের শেষে তিনি লেখেন— আমার বাবার সার্বিক মঙ্গল হোক।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments