আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকারের আইনগত সহায়তা কার্যক্রমকে আরও সহজলভ্য করা গেলে বিচারপ্রত্যাশী মানুষের বিপুল সময় ও অর্থ সাশ্রয় হবে। এই সেবা গ্রহণকারীদের ৯০ শতাংশই সন্তুষ্টি প্রকাশ করেছেন। আদালতের তুলনায় প্রায় দশভাগের একভাগ সময়ে তারা এ সেবা পাচ্ছেন। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত “ন্যাশনাল কনফারেন্স অন এডিআর: রোল অব ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটিস ইন ইমপ্লিমেন্টিং নিউ লেজিসলেশন্স” শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল জানান, বিচারপ্রার্থী মানুষের সময়, পরিশ্রম ও অর্থ বাঁচাতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, “এক টাকার অনুদান না পেলেও আমরা বসে থাকব না। মেয়াদ থাকা পর্যন্ত কাজ চালিয়ে যাব এবং এমন ব্যবস্থা করব যাতে আমরা না থাকলেও মানুষ এ সেবার সুফল পান।”
বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “এই উদ্যোগে আমাদের সামনে অসীম সম্ভাবনা রয়েছে। আমরা থাকি বা না থাকি, আপনারা ভবিষ্যতেও এ মহৎ কাজ চালিয়ে যাবেন।”
ড. আসিফ নজরুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগ সচিব শেখ আবু তাহের, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ. ই. মাইকেল মিলার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আজাদ সুবহানী