যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছিলেন— “আপনার প্রতি কেউ খুব খুশি নয়।” তবে তিনি যোগ করেন, “আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন।”
রবুকা মোদির সঙ্গে বৈঠকে এই বার্তাটি দিয়েছেন, যা বুধবার (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশ করেছে। ফিজি প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ফিজির এই প্রধানমন্ত্রী সম্প্রতি তিন দিনের ভারত সফরে দিল্লি পৌঁছান। সফরে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ছিল তার লক্ষ্য।
সোমবার মোদি ও রবুকার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কর্মপরিকল্পনা গৃহীত হয়। একইসঙ্গে উভয় দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।
রবুকা বলেন, “বড় দেশের নেতারা ‘ওশান অব পিস’ ধারণাটিকে গুরুত্ব দিয়েছেন। পরিবারের সবচেয়ে ছোট বা দুর্বল সদস্য যদি অস্বস্তি প্রকাশ করে, তা সবার মনোযোগ কাড়ে। বাইরের ঘটনাগুলো আমাদের ওপরও প্রভাব ফেলে। এখন যা ঘটছে, তা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও প্রভাবিত করছে।”
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক সাম্প্রতিক সময়ে টানাপোড়েনে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও রয়েছে। ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যে এই শুল্ক কার্যকর হবে, যা চিংড়ি, পোশাক, চামড়া, রত্ন ও গয়নার মতো শ্রমনির্ভর রপ্তানি খাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে।