জাতিসংঘ একটি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যা সদস্য রাষ্ট্রগুলোকে এ প্রযুক্তি সংক্রান্ত নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। মঙ্গলবার (২৬ আগস্ট) এই প্যানেল গঠিত হয়।
গত বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সদস্য দেশগুলো এ বিষয়ে একমত হয়েছিল যে, সরকারগুলোর মধ্যে সংলাপ সহজ করতে বিজ্ঞানীদের একটি বিশেষ স্তরের পরিষদ থাকা প্রয়োজন। এরপর মঙ্গলবার সাধারণ পরিষদ অনুমোদিত এক প্রস্তাবের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ‘স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেল’ গঠন করে।
সদস্য রাষ্ট্রগুলো জানিয়েছে, এ প্রযুক্তির দ্রুত বিকাশ সমাজ, গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। নতুন প্যানেল কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, ঝুঁকি ও প্রভাব নিয়ে বিদ্যমান গবেষণা বিশ্লেষণ করবে এবং প্রমাণভিত্তিক বৈজ্ঞানিক মূল্যায়ন প্রকাশ করবে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিন বছরের মেয়াদে ৪০ সদস্যের এই পরিষদে দায়িত্ব পালন করার জন্য সদস্য নির্বাচন করবেন।
কোস্টারিকার রাষ্ট্রদূত মারিৎজা চ্যান ভালভার্দে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এমন দ্রুত গতিতে ঘটছে যে, এটি বিশ্বের সব দেশকে প্রভাবিত করছে। এই উদ্যোগের মাধ্যমে জাতিসংঘ নিশ্চিত করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবতার কল্যাণে ব্যবহৃত হবে।”