Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিডাকসুর ভিপি প্রার্থী জালাল আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডাকসুর ভিপি প্রার্থী জালাল আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদ, পরিচিত ‘জ্বালাময়ী জালাল’,কে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।

বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আসাদুল ইসলাম জালালকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। জালালের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষ তা প্রত্যাখ্যান করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনা অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে জালাল আহমেদ তার রুমমেট মো. রবিউল হককে মারধর করেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী জালাল প্রায়ই রবিউলকে হয়রানি করতেন এবং তার পড়াশোনা ও ঘুমে বিঘ্ন ঘটাতেন। ২৬ আগস্ট গভীর রাতে জালাল রুমে প্রবেশ করে চেয়ার টানাহেঁচড়া ও বিকট শব্দ করেন। রবিউল তাকে শব্দ কমানোর অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে তিনি কাঠের চেয়ার ও ভাঙা টিউবলাইট দিয়ে রবিউলের মাথা ও বুকে আঘাত করেন। এতে রবিউল গুরুতর আহত হন।

ঘটনার পর জালাল নিজেকে রুমে আটকে রাখেন। হলের অন্যান্য শিক্ষার্থীরা রুমের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত আড়াইটার দিকে তাকে রুম থেকে বের করে পুলিশে সোপর্দ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments