তুরস্কের উত্তরাঞ্চলে বিয়ে করে ফেরার পথে নববধূর এক নারী আত্মীয়ের ছোড়া গুলিতে সদ্য বিবাহিত বর নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানায়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর আলী কে (২৩) তার নতুন বধূকে নিয়ে ফেরার পথে উল্লাসের জন্য ছোড়া গুলি তাকে আঘাত করে, যা প্রাণনাশের কারণ হয়।
স্থানীয় এলাকায় বিয়েতে রাইফেল, পিস্তলসহ অন্যান্য মারণাস্ত্র ব্যবহার করে উল্লাস করা একটি প্রচলিত রীতি। তবে আলীর বিয়েতে এই উল্লাস মর্মান্তিক ঘটনায় রূপ নেয়।
ঘটনার পর ৪৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে তার বাগান থেকে দুটি অনিবন্ধিত পিস্তল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট এলাকায় এমন ধরনের দুর্ঘটনা নতুন নয়। গত সপ্তাহে ত্রাবজান প্রদেশে একই ধরনের ঘটনায় একজন প্রাণ হারান এবং দুজন আহত হন, যার মধ্যে একজন পুলিশ অফিসার ছিলেন। ওই ঘটনায় বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।