চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম হিরো মণ্ডল (২৬), তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার সুজাপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম কালাচাঁদ মণ্ডল।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা দিয়ে মরদেহটি হিরো মণ্ডলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, বিএসএফ, গোদাগাড়ি নৌপুলিশ এবং ভারতের বৈশবনগর থানার পুলিশ উপস্থিত ছিলেন।
বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েক দিন আগে পদ্মা নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। তথ্য যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হয় যে এটি ভারতীয় নাগরিকের মরদেহ। এরপর দুই দেশের প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট দুপুর দেড়টার দিকে স্থানীয়রা পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। তারা ৫৩ বিজিবির মনোহরপুর ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির টহল দল ও শিবগঞ্জ থানা পুলিশ। বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মরদেহের ছবি ও পোশাক দেখে হিরো মণ্ডলের পরিবার এটি শনাক্ত করেন। পরে হিরোর আধার কার্ড ও অন্যান্য কাগজপত্র যাচাই করার পর মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
গোদাগাড়ি নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুর রহমান জানান, হিরো মণ্ডল পেশায় জেলে ছিলেন। গত ২৩ আগস্ট মাছ ধরতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হন। ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় শনাক্ত হওয়ার পরই মরদেহ বুধবার দুপুরে শিংনগর সীমান্ত এলাকা দিয়ে হস্তান্তর করা হয়।