Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরপ্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকারের ৮ সদস্যের কমিটি

প্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকারের ৮ সদস্যের কমিটি

প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবি পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ দেওয়ার লক্ষ্যে সরকার একটি ৮ সদস্যের কমিটি গঠন করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে কমিটির সভাপতি করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক শাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শিল্প ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর। কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাই করে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করারও সুযোগ থাকবে। কমিটির কাজে জনপ্রশাসন মন্ত্রণালয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

এদিকে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভে নামে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরের দিকে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যমুনা ভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং শাহবাগ এলাকায় যান চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয়।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন। সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) তারা সারাদেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু করেছেন এবং শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments