Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাপ্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশের নেপালের বিরুদ্ধে জয় ধরে রাখল জয়ের ধারা

প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশের নেপালের বিরুদ্ধে জয় ধরে রাখল জয়ের ধারা

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ধারাবাহিক জয়ের পথে অটল থেকেছে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার (২৭ আগস্ট) বিকেলে নেপালকে ৪-১ গোলে পরাজিত করেছে লাল-সবুজের কিশোরীরা। দলের জয়ে হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি।

প্রথমার্ধের ৩৮ মিনিটে থৈনু মারমার অসাধারণ এক শট গোলের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে দেন। এরপর প্রীতি দলের দ্বিতীয় গোল করেন। ইনজুরি সময়ে নেপালের ডিফেন্ডারদের ভুলে একটি গোল শোধ করে নেপাল, ফলে বিরতিতে স্কোর দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের ডিফেন্স ও আক্রমণ শক্ত ছিল। ৭৬ মিনিটে কর্নার থেকে বল পেয়ে প্রীতি নিজের দ্বিতীয় গোল করেন। নয় মিনিট পর আবারও তিনি বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন। বৃষ্টিতে খেলার গতি কিছুটা ধীর হয়ে গেলেও বাংলাদেশ নিশ্চিতভাবে জয় তুলে নেয়।

চার ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহের পরও শিরোপার পথে সবচেয়ে বড় বাধা ভারত। প্রথম পর্বে ভারতের কাছে হারের কারণে শেষ ম্যাচে ছাড়া অন্য কোনো পরিস্থিতিতে শিরোপা অর্জন সম্ভব নয়। তাই শিরোপা লড়াই এখন শেষ রাউন্ডে চূড়ান্ত রূপ নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments