Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeবিনোদনশাহরুখ–মালাইকার নাচের জন্য স্কুলে সাসপেন্ড হয়েছিলেন রণবীর সিং

শাহরুখ–মালাইকার নাচের জন্য স্কুলে সাসপেন্ড হয়েছিলেন রণবীর সিং

বলিউড তারকা রণবীর সিং নিজের অভিনয় দক্ষতা ও একাধিক বক্স অফিস হিট সিনেমার মাধ্যমে পরিচিত হলেও, ছোটবেলায় সিনেমা ও নাচের প্রতি তার অগাধ ভালোবাসা তাকে একবার বিপদে ফেলেছিল।

স্কুলে থাকাকালীন রণবীর গান, নাচ এবং নাটকে সক্রিয় অংশ নিতেন। সেই সময় মণিরত্নমের আইকনিক ছবি ছাইয়া ছাইয়া”-এর গানটিতে শাহরুখ খান ও মালাইকা অরোরার নাচের ভিডিওটি ক্লাসরুমে বসে দেখছিলেন কিশোর রণবীর। শিক্ষকরা বিষয়টি বুঝে হাতেনাতে ধরার পর তাকে শাস্তি হিসেবে সাসপেন্ড করা হয়। বহু বছর পরে নিজে সেই অভিজ্ঞতা শেয়ার করে রণবীর হেসে ফেঁটে পড়েছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ১৯৮৫ সালে জন্মেছি এবং আমার বেড়ে ওঠা নয়ের দশকে। সিনেমা, গান, ফ্যাশন—সবকিছু আমাকে গড়ে তুলেছে। আমি আসলে ‘টিভি কা বাচ্চা’। যখন সবাই বাইরে খেলত, আমি টিভির সামনে বসে থাকতাম।” তাঁর প্রিয় ধারাবাহিকের মধ্যে ছিল জবান সাম্ভালকেদেখ ভাই দেখ

২০১০ সালে ব্যান্ড বাজা বারাত” দিয়ে বলিউডে অভিষেক ঘটে রণবীরের। আনুশকা শর্মার বিপরীতে অভিনীত এই ছবিই তাকে এনে দেয় প্রথম বড় সাফল্য। এরপর গালিয়োঁ কি রাসলীলা: রামলীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবত, রকি অউর রানি কি প্রেমকাহানি—প্রতিটি ছবিতে ভিন্ন রূপে দর্শকদের চমক দিয়েছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments