Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিশিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রেজিস্ট্রার ভবন ‘পেপারলেস’ করার অঙ্গীকার সাদিক কায়েমের

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রেজিস্ট্রার ভবন ‘পেপারলেস’ করার অঙ্গীকার সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনিক ভোগান্তি কমাতে রেজিস্ট্রার ভবনকে সম্পূর্ণ ডিজিটাল ও ‘পেপারলেস’ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসু নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে দীর্ঘসূত্রি প্রশাসনিক কাজ, আমলাতান্ত্রিক জটিলতা ও অযথা হয়রানি দূর করে রেজিস্ট্রার ভবনকে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থায় রূপান্তর করা হবে।

বুধবার (২৭ আগস্ট) ঢাবির প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদিক জানান, বর্তমানে ভর্তি ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের একাধিকবার আবেদন জমা দিতে হয়—হলে, বিভাগ, অনলাইন এবং ব্যাংকে আলাদাভাবে লেনদেন করতে হয়। সব প্রক্রিয়া শেষ করেও রেজিস্ট্রার ভবনে প্রায়ই শিক্ষার্থীদের ‘লাঞ্চের পর আসুন’ বা ‘আগামীকাল আসুন’ বলা হয়।

তিনি প্রতিশ্রুতি দেন, “আমি জয়ী হলে প্রশাসনিক প্রক্রিয়াগুলো সম্পূর্ণ অনলাইনে করা যাবে। শিক্ষার্থীরা হলে বসেই আবেদন ও পেমেন্ট করতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য বিশেষ ‘উচ্চশিক্ষা সেল’ গঠন করা হবে, যা সার্টিফিকেট যাচাই ও প্রেরণসহ সব সেবা অনলাইনে প্রদান করবে।”

এছাড়া, রেজিস্ট্রার ভবনে পার্টটাইম চাকরির সুযোগ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিকাশের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments