সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বুধবার তার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ ও পাচারের সঙ্গে যুক্ত। এর ফলে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পর্যটন খাতও হুমকির মুখে পড়ছে। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “যারা এখনও এই ধরনের অবৈধ কার্যক্রম চালাচ্ছেন, তাদের সতর্ক করার জন্যই এই আদেশ। যাতে তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।”
তিনি আরও জানান, আদেশ অমান্য করে কেউ বালু বা পাথর উত্তোলন বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ সরকারি আদেশ হিসেবে কার্যকর হবে।
দীর্ঘদিন ধরে সিলেটের পাথর কোয়ারিগুলোর ইজারা বন্ধ রয়েছে এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও এখনও কার্যকর। তবু বিভিন্ন স্থানে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের ঘটনা ঘটছে।
এর আগে নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে উত্তোলিত সাদা পাথর স্বেচ্ছায় ফেরত দিতে তিন দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হওয়ার পর জানা যায়, এই সময়ের মধ্যে মোট ২৬ লাখ ঘনফুট পাথর ফেরত দেওয়া হয়েছে।