সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে জাতীয় দলের ক্রিকেটাররা। লাল দলের অধিনায়ক ছিলেন লিটন দাস, আর সবুজ দলকে নেতৃত্ব দেন জাকের আলী। তবে ম্যাচে একেবারেই ব্যর্থ হয় লাল দল, বড় জয় পায় সবুজ দল।
টস জিতে বোলিংয়ে নামার সিদ্ধান্ত নেয় লাল দল। কিন্তু তাদের বোলাররা শুরু থেকেই সবুজ দলের ব্যাটারদের রুখতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সবুজ দল তোলে ২০৩ রান।
ব্যাট হাতে ঝড় তোলেন সৌম্য সরকার। মাত্র ২৯ বলে খেলেন ৪১ রানের ইনিংস। নাজমুল হোসেন শান্ত দ্রুত রান তোলেন ১২ বলে ২১ করে। তরুণ মাহফিজুল ইসলাম রবিন ২৭ বলে করেন ৪৪ রান। অধিনায়ক জাকের আলী অনিক খেলেন ২৩ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস, আর শেখ মেহেদী যোগ করেন ১২ বলে ১৭।
ব্যাটারদের এই আগ্রাসী ব্যাটিংয়ের মাঝেও নিয়ন্ত্রিত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। তিনি ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তুলে নেন একটি উইকেট। অন্যদিকে, খরুচে হলেও তিনটি উইকেট নেন খালেদ আহমেদ।
২০৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে লাল দল গুটিয়ে যায় ১৩৫ রানে। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৮ এবং পারভেজ হোসেন ইমন ১ রানে আউট হলে দলটি শুরুতেই চাপে পড়ে। তামিমকে আউট করেন শরীফুল ইসলাম, আর ইমনকে ফেরান তাসকিন আহমেদ।
অধিনায়ক লিটন দাস কিছুটা লড়াই করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৭ বলে ৩৩ রান করে ফেরেন সাজঘরে। তবে হৃদয় খেলেন বিধ্বংসী এক ইনিংস—২৭ বলে ৬৬ রান করার পর শান্তর নিক্ষেপে রান আউট হন। কিন্তু দলের অন্য ব্যাটাররা হতাশ করায় শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারে লাল দল।
সবুজ দলের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম নেন তিনটি করে উইকেট।