অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক আবারও স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) নিজের সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
ক্লার্ক জানান, তার নাক থেকে ক্যান্সারের একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়েছে। সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, “ত্বকের ক্যান্সার এখন বাস্তবতা, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশে। সবাইকে বলব নিয়মিত ত্বক পরীক্ষা করতে। প্রতিরোধই সেরা উপায়। আমার ক্ষেত্রে ভাগ্য ভালো ছিল, নিয়মিত চেকআপের কারণেই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেছে।”
২০০৬ সালে প্রথমবার মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গ ধরা পড়ে ক্লার্কের। এরপর একাধিকবার চিকিৎসা নিতে হয়েছে তাকে। ২০১৯ সালেও কপাল থেকে ক্যান্সারের একটি অংশ অপসারণের কথা প্রকাশ করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তার অধিনায়কত্বেই ২০১৫ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
বিশ্বকাপজয়ী অধিনায়কের এই অসুস্থতার খবরে সমর্থকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মাইকেল ক্লার্কও সবাইকে একই পরামর্শ দিয়ে ত্বকের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন।