বিশ্বে ক্ষুধা মোকাবিলায় অর্থ ব্যয় না করে ইউরোপ বিপুল পরিমাণ অর্থ সামরিক খাতে ব্যয় করছে বলে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রীসভার বৈঠকে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পুনঃসামরিকীকরণের জন্য ৮০০ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে। অথচ এই অর্থ দিয়ে ক্ষুধা নিবারণ কিংবা বন সংরক্ষণের মতো মানবিক কাজে ব্যয় করা যেত।
জাতিসংঘের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। লুলার মতে, যুদ্ধ প্রতিরোধে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি গাজার চলমান সংঘাতের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি জাতিসংঘের কাঠামোতে সংস্কার জরুরি। এমন একটি নেতৃত্ব দরকার, যারা গণহত্যা থামাতে, যুদ্ধ বন্ধ করতে এবং ভবিষ্যৎ সংঘাত প্রতিরোধে কার্যকরভাবে কাজ করতে পারে। এ কারণেই আমরা বৈশ্বিক শাসনব্যবস্থার পুনর্গঠনের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছি।
এ প্রসঙ্গে লুলা আগেও মুখ খুলেছিলেন। গত মে মাসে রাশিয়া সফর শেষে তিনি ইইউ রাষ্ট্র ও তাদের মিত্রদের—বিশেষ করে জাপানের—সামরিকায়নের গতি ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছিলেন।