Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকএক সপ্তাহে ৪ হাজারের বেশি সেনা হারাল ইউক্রেন

এক সপ্তাহে ৪ হাজারের বেশি সেনা হারাল ইউক্রেন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চেষ্টা চালালেও ময়দানে লড়াই আরও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে শান্তি আলোচনা কিছুটা অগ্রগতি পেলেও বাস্তবে যুদ্ধ থামেনি; বরং ইউক্রেনীয় বাহিনী ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে।

রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে মারোচকো রুশ সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন, লুগানস্ক গণপ্রজাতন্ত্রের কাছে গত সপ্তাহে ভয়াবহ সংঘর্ষে ৪ হাজার ৪০০-এর বেশি ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে নিহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে তিনি জানান, বিশেষ সামরিক অভিযানে শুধু লুগানস্ক সীমান্তেই প্রায় ৪ হাজার ৩৮০ জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। কুপিয়ানস্ক ও স্বাতোভো-ক্রেমেন্নায়া এলাকায় ইউক্রেনের সবচেয়ে বেশি জনবল ক্ষতি হয়েছে।

এ সময় রুশ বাহিনী ছয়টি ট্যাঙ্ক (যার মধ্যে তিনটি ছিল লেপার্ড), ৫৫টি ফিল্ড আর্টিলারি, একটি গ্র্যাড রকেট সিস্টেম, ৪৯টি ইলেকট্রনিক ও প্রতিরক্ষা স্টেশন, ৯৩টি গোলাবারুদ ও জ্বালানি ডিপো এবং প্রায় ২৭০টি যুদ্ধযান ধ্বংস করেছে।

মারোচকো আরও দাবি করেন, ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ ও সন্ত্রাসী হামলা বাড়ালেও তা রুশ বাহিনীকে দমাতে পারেনি। বরং রুশ সেনারা সুকৌশলে শত্রুর কয়েকটি প্রতিরক্ষা ঘাঁটি দখল করে নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্ত করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments