Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাচোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি ও আলবা

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি ও আলবা

হালকা চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকা বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে নিয়ে সুখবর দিয়েছে ইন্টার মিয়ামি। দলের সহকারী কোচ হাভিয়ের মোরালেস জানিয়েছেন, বুধবার রাতের লিগ কাপ সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসি ও জর্দি আলবার খেলার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তাদের শারীরিক অবস্থা মূল্যায়নের পর।

ডান পায়ের পেশিতে চোট পাওয়ায় কোয়ার্টার ফাইনালে টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে খেলতে পারেননি মেসি। একই ম্যাচে হাঁটুর সমস্যায় পড়েন আলবা। এরপর শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচেও মাঠে নামতে পারেননি দুজনই।

তবে আশার খবর হলো, গত দুই দিন ধরে মেসি ও আলবা দুজনই পুরো স্কোয়াডের সঙ্গে অনুশীলন করেছেন। কোচ মোরালেস বলেন,
“জর্দি আর লিও আমাদের সঙ্গে সম্পূর্ণ সেশন অনুশীলন করেছে। তাদের অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে তারা অনুশীলন করতে পেরেছে, এটিই বড় ইতিবাচক দিক।”

মেসিকে নিয়ে তিনি আরও বলেন,
“মেসি অনুশীলন করেছে, যা দারুণ বিষয়। আশা করি সে দলে থাকবে। তবে এ ধরনের ইনজুরি প্রতিদিনই মূল্যায়ন করতে হয়। তাই আমরা সর্বশেষ অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments