দেশীয় বিনোদনের জনপ্রিয় ও বহুমুখী অভিনেতা আফরান নিশো আবারও ফিরছেন ওটিটিতে। গল্পের প্রয়োজনে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার দক্ষতায় তিনি বরাবরই দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ—সব মাধ্যমেই তার অভিনয় দক্ষতার প্রমাণ আছে। দীর্ঘ তিন বছর পর এবার তিনি আসছেন ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত সোশ্যাল থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘আকা’-তে। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।
গত সোমবার মুক্তি পায় সিরিজটির ট্রেলার, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনায় আসে। ২ মিনিট ১৪ সেকেন্ডের সেই ট্রেলারে শুরুতেই নারী কণ্ঠের ভয়েস ওভার শোনা যায়—“সময়টা ১৯৯৮-৯৯। আকা একে একে সব অপরাধীকে খুন করছিল। হঠাৎ করেই গায়েব হয়ে যায় সে।” এরপর উঠে আসে আবুল কালাম আজাদ নামের এক যুবকের গল্প, যার স্বপ্ন রকস্টার হওয়া। কিন্তু পরিবার কিংবা সমাজের কাছ থেকে কোনো সহায়তা না পাওয়ায় অপমান ও অবহেলায় ক্রমশ হিংস্র হয়ে ওঠে সে। একসময় খুনের পথে হাঁটে এবং হঠাৎই নিখোঁজ হয়ে যায়। তবে কয়েক বছর পর শহরে আবারও তার মতো করে খুন শুরু হলে প্রশ্ন ওঠে—আকা কি ফিরে এসেছে? তাকে ধরতে পুলিশ নামে মরিয়া অভিযানে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিশো বলেন, “প্রতিটি চরিত্র নির্মাণে পরিচালক নানা রকম পদ্ধতি ব্যবহার করেন, আর অভিনেতারা সেই চরিত্রে প্রাণ সঞ্চার করেন। আমি যখন ‘আকা’-এর আবুল কালাম আজাদ চরিত্রে অভিনয় করেছি, তখন নিজেকে দুই ভাগে ভাগ করেছি—একজন ব্যক্তি নিশো আর অন্যজন আজাদ। এই দ্বৈত সত্তাই অভিনয়ের অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রা দিয়েছে।”
অভিনয় অভিজ্ঞতার পাশাপাশি নিশো যোগ করেন, “আমি সবসময় ভালো কাজের সঙ্গেই থাকতে চাই। সেটা যে মাধ্যমে হোক না কেন। গল্পই আমার কাছে মুখ্য, আর ভিকির মতো পরিচালক থাকলে তো কোনো কথাই নেই। ‘আকা’ সিরিজে দুর্দান্ত টিমওয়ার্ক হয়েছে।”
পরিচালক ভিকি জাহেদ এ প্রসঙ্গে বলেন, “আমি অনেক থ্রিলার বানালেও এবারই প্রথম সোশ্যাল থ্রিলার নিয়ে কাজ করলাম। ‘আকা’ আমার জন্য এক ধরনের এক্সপেরিমেন্ট। মুক্তির পরই বোঝা যাবে কতটা সফল হয়েছি।”
আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিরিজ। নিশো-নাবিলার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, তাজজি হাসান, সেমন্তী সৌমি প্রমুখ।