Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরদুদকের মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

দুদকের মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এদিন দুদকের তদন্ত কর্মকর্তা অধ্যাপক কলিমউল্লাহকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদক তার ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের পিপি দেলোয়ার জাহান রুমী জানান, অধ্যাপক কলিমউল্লাহ ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল এবং একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে ব্যাপক দুর্নীতি করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা তিনি পালন করেননি। তার এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলায় অভিযোগ, অধ্যাপক কলিমউল্লাহসহ অন্য আসামিরা ওই দুটি ভবনের নকশা পরিবর্তন করেছেন এবং উন্নয়ন প্রকল্পের নামে চার কোটি টাকা আত্মসাৎ করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করার সময় কোনো অনুমোদন নেননি।

এর আগে ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অধ্যাপক কলিমউল্লাহকে গ্রেপ্তার করে। অর্থ আত্মসাতের অভিযোগে গত জুন মাসে দুদক তার সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

অপর আসামিরা হলেন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম, হাবিবুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments