সকল সরকার ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই বর্তমানে মানুষ জামায়াতে ইসলামীর দিকে নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নেত্রকোণা জেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জীবন দিতে হলেও এ দেশে কুরআনের আইন বাস্তবায়ন করব। আমরা চেষ্টা করছি ইসলামের পক্ষে একটি শক্তিশালী ভোট বাক্স তৈরি করতে। নির্বাচনী তফসিল ঘোষণা হলে এটি বাস্তব রূপ নেবে, ইনশাআল্লাহ।”
পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দেশের সকল মানুষের ভোটের সঠিক মূল্যায়ন করার জন্য উত্তম পদ্ধতি হলো পিআর। যাতে এক শতাংশ ভোট পাওয়া প্রতিপক্ষের ভোটও সঠিকভাবে মূল্যায়ন পায়। বর্তমানে ২৫ শতাংশ ভোট পেলেও বাকিরা সরকারে কোনো ভূমিকা নিতে পারে না। ৭৫ শতাংশ ভোটের মূল্যায়ন হারিয়ে যায়। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও জাতির ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জামায়াতের আমির সাহেবের নেতৃত্বে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কোনো ভোট ডাকাতের হাতে দেশ ছেড়ে দেওয়া হবে না। ভোটকেন্দ্র ও ভোট বাক্স রক্ষা করা হবে। জামায়াত জনগণকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেবে।”
জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, নেত্রকোণা-৪ আসনের প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, নেত্রকোণা-৩ ও ৫ আসনের প্রার্থী মো. দেলোয়ার হোসেন সাইফুল ও অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাসিম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।
সম্মেলনে জেলার প্রায় ৬ শতাধিক পুরুষ ও নারী অংশগ্রহণ করেন।