Thursday, August 28, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করল ছাত্রদল

জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করল ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এ ঘোষণা দেন।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।

যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে মনোনয়ন পেয়েছেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে মনোনীত হয়েছেন আঞ্জুমান আরা ইকরা।

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক মো. আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. জাবের হাসান এবং সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. তাওহিদুর রহমান খান।

সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) শাকিল সর্দার ও (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রুহুল আমিন সুইট এবং (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু। এছাড়া পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. মমিনুল ইসলাম।

কার্যকরী সদস্য (নারী) হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা ও শায়লা সাবরীন নিঝুম। কার্যকরী সদস্য (পুরুষ) হিসেবে আছেন হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ও এ. এম. রাফিদুল্লাহ।

উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণও হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments