Thursday, August 28, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যপানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত: পাকিস্তানের তীব্র অভিযোগ

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত: পাকিস্তানের তীব্র অভিযোগ

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগে ভারতের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, নয়াদিল্লি হঠাৎ এবং ইচ্ছাকৃতভাবে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে। খবর দিয়েছে জিও নিউজ।

জিও টিভির এক অনুষ্ঠানে ইকবাল বলেন, ভারতের এই কাজের ফলে পাঞ্জাবে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। রাভি, সুতলেজ এবং চেনাব নদীর পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পাঞ্জাবের গুজরানওয়ালা বিভাগের বন্যায় ইতিমধ্যে সাতজনের মৃত্যু ঘটেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদী তীরবর্তী নিচু এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

করতারপুরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করার সময় ইকবাল ভারতকে পানি আগ্রাসনের সর্বনিম্ন উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “ভারত পানি জমা করে হঠাৎ তা ছেড়ে দেয়। এটি জানমালের জন্য হুমকি।” ইকবালের দাবি, পানি সম্পদ নিয়ে সব দেশের মধ্যে সহযোগিতা থাকা উচিত এবং তা রাজনৈতিক বিবাদ থেকে আলাদা রাখা উচিত।

ভারী বর্ষণ ও ভারতের অতিরিক্ত পানি ছাড়ার কারণে পাঞ্জাবে বিপর্যয় ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। পাঞ্জাবের ছয়টি জেলায় বন্যা মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এক লাখ ৯০ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। লাহোর, কাসুর, শিয়ালকোট, ফয়সালাবাদ, নারোয়াল ও ওকারা জেলায় জনজীবন বিপর্যস্ত।

ভারত রাভি নদীতে দুই লাখ কিউসেক এবং চেনাবে এক লাখ কিউসেক অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে, যার ফলে আগামী ৪৮ ঘন্টায় পাঞ্জাবে নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments