Thursday, August 28, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকলাল রঙে রঙিন কাঠমান্ডু, স্বামীর মঙ্গল কামনায় নারী হিন্দুদের তিজ উৎসব

লাল রঙে রঙিন কাঠমান্ডু, স্বামীর মঙ্গল কামনায় নারী হিন্দুদের তিজ উৎসব

নেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে পালিত হলো হিন্দু নারীদের প্রধান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান তিজ উৎসব। এদিন হাজারো নারী লাল রঙের শাড়ি, শাল ও ঐতিহ্যবাহী পোশাকে সেজে পশুপতিনাথ মন্দির প্রাঙ্গণে ভিড় জমান।

মন্দির প্রাঙ্গণ ও চত্বরজুড়ে সারাদিন ধরে চলে নারীদের গান, নাচ ও আনন্দ। লাল পোশাক পরিহিত হাজারো নারীর ঢল যেন চারপাশে রঙিন সমুদ্রের দৃশ্য সৃষ্টি করে।

ঐতিহ্য অনুযায়ী, বিবাহিত নারীরা এদিন উপবাস করেন স্বামীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা জানাতে। অন্যদিকে, অবিবাহিত নারীরা যোগ্য জীবনসঙ্গী লাভের আশায় দেবতাদের কাছে প্রার্থনা করেন।

একজন ভক্ত, দেবকি কৈরালা বলেন, “এই উৎসবের বিশেষ তাৎপর্য আছে। পার্বতী দেবী ভগবান শিবকে স্বামী হিসেবে পেয়েছিলেন আশীর্বাদের মাধ্যমে। আমরা বিশ্বাস করি, তিনিও আমাদের কামনা পূর্ণ করবেন।”

তবে অনেক নারী এটিকে কেবল স্বামীর মঙ্গল নয়, বরং পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে পালন করেন। অংশগ্রহণকারী সুচিলা বলেন, “ছোটবেলা থেকে মা আমাকে শিখিয়েছেন তিজ উপবাস রাখতে। এটি কেবল স্বামীর জন্য নয়, পশুপতিনাথ এবং সবার জন্য।”

আরেকজন ভক্ত জানান, “আমি প্রার্থনা করি আমার স্বামীর জন্য, পাশাপাশি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য।”

এ উৎসব প্রতি বছর শ্রাবণ মাস বা সাওনের অমাবস্যার তিন দিন পর পালিত হয়। সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিত এই তিজ উৎসব নেপালের নারীদের কাছে কেবল ধর্মীয় নয়, বরং এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments