সাবেক পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেন খালাস পেয়েছেন।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া গণমাধ্যমকে জানান, মিতু হত্যা মামলায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এই মামলা করা হয়েছিল। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সাংবাদিক ইলিয়াসকে খালাস দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি থানায় তৎকালীন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল ধানমণ্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
এরপর ২০২৩ সালের ২৫ জুলাই সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত অভিযোগপত্র আমলে নিয়ে বাবুল আক্তার ও তার বাবা আব্দুল ওয়াদুদকে অব্যাহতি দেন। একইসঙ্গে সাংবাদিক ইলিয়াস হোসেন ও বাবুলের ভাই হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
পরে ২০২৪ সালের ১৮ জানুয়ারি হাবিবুর রহমান লাবুকে অব্যাহতি দেওয়া হলেও সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার প্রক্রিয়ার সময় ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।