Thursday, August 28, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলানিয়ন্ত্রিত বোলিং করেও দলের হার এড়াতে পারলেন না সাকিব

নিয়ন্ত্রিত বোলিং করেও দলের হার এড়াতে পারলেন না সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখলেও জয় মেলেনি সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৪৬ রানে থেমে যায় তারা। সাকিব বল হাতে সুশৃঙ্খল বোলিং করলেও জয় ধরা দেয়নি।

বুধবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে অ্যান্টিগা। শুরুতেই রাকিম কর্নওয়াল ও করিমা গোরের আউট হওয়ায় বিপাকে পড়ে দলটি। ওপেনার জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও মধ্যক্রমে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সাকিবও ব্যর্থ হয়েছেন, করেছেন ১৪ বলে ১৩ রান। শেষদিকে ইমাদ ওয়াসিম (২৫ বলে ৩৭) ও উসামা মির (২৬ বলে ৩৪) কিছুটা লড়াই করলেও দলীয় সংগ্রহ দেড়শর কাছাকাছি গিয়ে থামে।

প্রতিপক্ষের বোলিংয়ে মোহাম্মদ আমির নেন ৩ উইকেট, আর আকিল হোসেন ও আন্দ্রে রাসেল শিকার করেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নামা নাইট রাইডার্স শুরুতে সাকিবের বলে কলিন মানরোকে হারালেও পরবর্তীতে আর চাপ অনুভব করেনি। কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটি ম্যাচকে সহজ করে দেয়। পরে নিকোলাস পুরান মাত্র ১১ বলে ২৩ রান করে দ্রুতই ম্যাচ শেষ করে দেন। হেলস meanwhile খেলেছেন তার ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি, যা তাকে সর্বাধিক ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ স্থানে তুলেছে।

শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় নাইট রাইডার্স। অ্যান্টিগার হয়ে সাকিব নেন ১ উইকেট, আরেকটি পান জেইডেন সিলস।

এই হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে শীর্ষে আছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। তবে তাদের চেয়ে কম ম্যাচ খেলা বাকি দলগুলোর হাতে শীর্ষস্থান নেওয়ার সুযোগ রয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনবাগো খেলেছে ৪ ম্যাচে, জিতেছে ৩টিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments