Thursday, August 28, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষপঞ্চগড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক ও সরঞ্জাম উদ্ধার

পঞ্চগড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক ও সরঞ্জাম উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টা করার সময় সহিদুল হক (২৮) নামের এক যুবককে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আটক করেছে। তার কাছ থেকে ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (২৭ আগস্ট) রাতে ভজনপুর বাজারে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিকেলে ওই যুবক ব্যাংকে প্রবেশ করে লুকিয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভিতরে হঠাৎ আলো ও শব্দ দেখতে পান। সন্দেহ হলে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে খবর দেন। এরপর সবাই মিলে ব্যাংকের ভিতরে প্রবেশ করে যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ব্যাগে রাখা ডাকাতির সরঞ্জাম। এসময় দেখা যায়, ব্যাংকের ভল্টের উপর ডাকাতির চেষ্টার চিহ্নও রয়েছে।

ব্যাংকের প্রহরী আনিস জানান, রাতের অন্ধকারে হঠাৎ ভেতরে লাইট জ্বলতে এবং শব্দ শুনতে পান। একা প্রবেশ করতে সাহস না হওয়ায় ম্যানেজার ও স্থানীয়দের সাহায্য নেন। স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান বলেন, যুবকটি বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল এবং রাতে সবাই বের হলে ডাকাতির চেষ্টা করে।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments