নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীকে রেখে এক স্বাস্থ্যকর্মীর টিকটক ভিডিও ভাইরাল হওয়ায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালনা করে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ভিডিওর মাধ্যমে রোগীর গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিডিওতে দেখা যায়, একজন রোগী অপারেশন থিয়েটারে শোয়ানো, তার শরীরে রক্তমাখা কাপড় এবং পাশে অস্ত্রপাচারের সরঞ্জামাদি রয়েছে। নার্সের মতো পোশাক পরা প্রিয়া বেগম নামে এক স্বাস্থ্যকর্মী রোগীর ওপর স্পর্শ করে ভিডিওটি তৈরি করছেন। ভিডিওটি মিউজিকের সঙ্গে প্রকাশ করা হয়।
ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই ক্লিনিকের মালিক ও ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার দাবি করেছেন। স্বাস্থ্যকর্মী স্বীকার করেছেন, তিনি অন্যায় করেছেন এবং ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না। ভিডিওগুলো ইতিমধ্যেই ডিলিট করা হয়েছে।
প্রত্যাশা ক্লিনিকের মালিক মো. সেলিম বলেন, ওই কর্মী দুই থেকে তিন মাস আগে এখানে যোগ দিয়েছে। তার এ আচরণে তিনি লজ্জিত। ডা. আবুল হাসনাত জানান, রোগী ও তার পরিবার চাইলে মামলাও দায়ের করতে পারেন।