Saturday, August 30, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদগাইবান্ধায় গণঅধিকার পরিষদের বিক্ষোভে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা–ভাঙচুর

গাইবান্ধায় গণঅধিকার পরিষদের বিক্ষোভে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা–ভাঙচুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। মিছিলের পর উত্তেজিত কিছু নেতাকর্মী শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই ঘটনা ঘটে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন রোডে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। সেখানে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা বক্তব্য দেন।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের ওপর এই বর্বরোচিত হামলা গণতন্ত্র হত্যার সমান। তারা হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিকেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ে প্রবেশ করে অফিসের নামফলক, ব্যানার, দরজা ও শাটার ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে ১০ থেকে ১৫ জন যুবক ভাঙচুরে অংশ নেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি সারোয়ার হোসেন শাহীন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমাদের কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতিবাদে সভা চলছিল। পরে বিকেল ৪টার পরে অফিসে হামলা চালানো হয়েছে। এটি কাপুরুষোচিত এবং পরিকল্পিত হামলা।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments