শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঘটনাটি আসে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে। অভিযোগ উঠেছে, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ ও রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর রাত সাড়ে ৯টায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মশাল মিছিল করেন। এরপর বিজয়নগরে পার্টির কার্যালয়ের সামনে গণ-অধিকার পরিষদের নেতারা সংবাদ সম্মেলন করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।