নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এটি এশিয়া কাপের আগে লিটন দাসদের দলকে প্রস্তুত করার এক ভালো সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস থাকায় সতর্ক থাকতে হবে টাইগারদের, কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোনো দল ম্যাচের ধারা বদলে দিতে সক্ষম। ঘরের মাঠে খেলার কারণে বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামবে।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ চারবার জিতেছে এবং নেদারল্যান্ডস মাত্র একবার জয় পেয়েছে।
দুই দলের প্রথম মুখোমুখি ম্যাচ হয়েছিল ২০১২ সালের ২৫ জুলাই। সেই ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে জয়ী হয়। পরের দিন নেদারল্যান্ডস ১ উইকেটে বাংলাদেশকে হারিয়ে তাদের একমাত্র জয় অর্জন করে।
সবশেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশই জয়ী হয়েছে। ২০১৬ সালে শ্রীলঙ্কার ধর্মশালায় ৮ রানের জয় পায় টাইগাররা। ২০২২ সালে হোবার্টে একই প্রতিপক্ষকে ৯ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। সর্বশেষ ২০২৪ সালের জুনে বাংলাদেশ ২৫ রানের বড় ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে।