Saturday, August 30, 2025
spot_imgspot_img
Homeরাজনীতি“নুরুল হক নুরের ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শাস্তির দাবি গণঅধিকার...

“নুরুল হক নুরের ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শাস্তির দাবি গণঅধিকার পরিষদের”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।

রাশেদ খান বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি—২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধানকে পরিষ্কারভাবে জানাতে হবে, এ হামলার নির্দেশনা তাঁর পক্ষ থেকে দেওয়া হয়েছিল কি না। একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকেও অবস্থান স্পষ্ট করতে হবে। আজ নুর ভাইসহ আমাদের ওপর যে হামলা হয়েছে, সেটা কি সরকারের নির্দেশে হয়েছে কি না, তা জাতিকে জানাতে হবে।”

তিনি জানান, চিকিৎসকদের মতে নুরুল হক নুরের মাথায় রক্তক্ষরণ হচ্ছে। এসময় তিনি আরও বলেন, “আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে এসে নুর ভাইকে দেখতে গেছেন। তিনি আমাদের শিক্ষক। আমরা সবাই খুব ক্ষুব্ধ। এ ধরনের হামলা আওয়ামী লীগের আমলেও শোনা যায়নি। সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে হামলা করা এর আগে ঘটেছে বলে আমার জানা নেই।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার আর একা কোনো কর্মসূচি দেওয়া হবে না। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে আমরা যৌথভাবে আন্দোলনে নামব। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টি—সবাইকে বলছি, বিভাজিত হলে আওয়ামী প্রেতাত্মারা সুযোগ নেবে। তাই একতাবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে, নইলে একে একে সবাই হামলার শিকার হবে।”

এসময় এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু বলেন, “নুরুল হক নুরের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁর চিকিৎসায় বিশেষজ্ঞ বোর্ড গঠনের দাবি করছি। আমরা গণঅধিকার পরিষদের দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটামের সঙ্গে একমত। তদন্ত করতে ছয় ঘণ্টাই যথেষ্ট, আমরা দেখতে চাই সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়।”

তিনি আরও জানান, আসিফ নজরুল সরাসরি প্রশাসনের উচ্চ পর্যায়ের সঙ্গে, এমনকি সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কথা বলেছেন। “আমরা আশা করছি, তিনি আমাদের দাবিগুলো যথাযথভাবে পৌঁছে দেবেন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments