Saturday, August 30, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলানেদারল্যান্ডসকে ১৩৭ রানের মধ্যে আটকাল বাংলাদেশ

নেদারল্যান্ডসকে ১৩৭ রানের মধ্যে আটকাল বাংলাদেশ

সিলেটে দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডসকে বড় সংগ্রহ গড়তে দিল না বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৬ রান করতে পেরেছে ডাচরা। ইনিংসের সেরা বোলার তাসকিন আহমেদ একাই নিয়েছেন ৪ উইকেট। তার পাশাপাশি মিতব্যয়ী বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানও।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ডাচরা শুরুটা ভালো করলেও বড় সংগ্রহ গড়তে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান এসেছে তেজার ব্যাট থেকে। বাংলাদেশি বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস।

ইনিংসের শুরুতে নতুন বলে আক্রমণে আসেন স্পিনার শেখ মেহেদি হাসান। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলায় সুবিধা করতে পারেনি ডাচরা। তবে অপরপ্রান্তে শরিফুল ইসলাম কিছুটা খরুচে ছিলেন। এক ওভার পরই তাকে তুলে নিয়ে আক্রমণে আনা হয় তাসকিনকে।

এতে কাজ হয় সঙ্গে সঙ্গেই। নিজের প্রথম ওভারেই উইকেট এনে দেন এই পেসার। ম্যাক্স ও’ডাউডকে (২৩) শর্ট কভারে ক্যাচ করান তিনি। পরে অষ্টম ওভারে ফিরিয়ে দেন ভিক্রমজিত সিংকেও।

প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা সাইফ হাসানও দারুণ বোলিংয়ে আলো ছড়ান। বল হাতে এসে প্রথম ওভারেই নেন ২ উইকেট। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (১২) লং লেগে ক্যাচ করানোর পর একই ধরনের ডেলিভারিতে তেজা নিদামিনুরুকে ফেরান তিনি। তেজা আউট হওয়ার আগে ২৬ রান করেন।

৮৬ রানে অর্ধেক ব্যাটার সাজঘরে ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ১৩৬ রানে থামে তাদের ইনিংস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments