নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামল বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হবে। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে। এ সিরিজ ও এশিয়া কাপের জন্য টাইগার দল প্রায় এক মাস ধরে প্রস্তুতি নিয়েছে।
বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান। দুই বছর পর তিনি জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন। ২৬ বছর বয়সী এই ওপেনার শেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, যা ছিল এশিয়ান গেমসের ম্যাচ।
বাংলাদেশ এশিয়া কাপকে সামনে রেখে সিরিজে অংশ নিচ্ছে, আর নেদারল্যান্ডসও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে। তাদের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, বাংলাদেশের বিপক্ষে খেলা তাদের জন্য বড় পরীক্ষা এবং নিজেদের শক্তি যাচাই করার সুযোগ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানারু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়া ক্রোস, কেইল ক্লেইন, টিম প্রিঙ্গেল, পল ভ্যান মিকিরিন, দানিয়েল ডোরাম।