গাজা সিটিতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং কমপক্ষে ১১ জন গুরুতর আহত হয়েছেন। তাছাড়া লজিস্টিক সরঞ্জামেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিহতের বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, চারজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন এবং তাদের খুঁজে বের করতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির জেইতুন এলাকায় হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর আকস্মিক হামলা চালিয়েছে। তীব্র গুলিবর্ষণের মধ্যে সেনাদের সরিয়ে নেওয়ার জন্য আইডিএফ হেলিকপ্টার ব্যবহার করেছে। সেখানে যুদ্ধ চলতে থাকে এবং শেষ পরিস্থিতি এখনো অজানা।
ঘটনা শুক্রবার (২৯ আগস্ট) ঘটেছে। এই সংঘর্ষের পর ইসরায়েলি সেনারা হ্যানিবাল প্রোটোকল কার্যকর করেছে, যা যুদ্ধক্ষেত্রে তাদের বন্দি হওয়া রোধ করতে ব্যবহৃত হয়। হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, গাজা দখলের দাম ইসরায়েলি সেনাদের রক্ত দিয়েই দিতে হবে। এমন অভিযানে আরও বেশি সেনা বন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধে ইসরায়েলি সেনাদের মোট নিহতের সংখ্যা এখন ৪৫৫। তবে হামাস দাবি করেছে, বাস্তব নিহতের সংখ্যা সরকারি ঘোষণার চেয়ে অনেক বেশি।