Saturday, August 30, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিভারতের সহায়তায় আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টায় প্রথম রক্ত দিলেন নুর : হাসনাত

ভারতের সহায়তায় আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টায় প্রথম রক্ত দিলেন নুর : হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের প্রত্যক্ষ সহায়তায় আওয়ামী লীগকে পুনর্বাসনের খেলায় প্রথম রক্ত দিতে হলো নুরুল হক নুরকে।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত লিখেন, “শুরু হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে। আমি সেই পরিকল্পনা গত ১১ মার্চ প্রকাশ করি। যদিও তা ভেস্তে যায়, তবে তারা থামেনি। এবার একই গোষ্ঠী আওয়ামী লীগকে ফেরানোর কৌশল হিসেবে বেছে নিয়েছে জাতীয় পার্টিকে।”

তিনি আরও বলেন, “ভারতের প্রত্যক্ষ মদতে জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এই ষড়যন্ত্রে প্রথম রক্ত দিলেন নুর ভাই। এখন যদি আমরা নুরুল হক নুরের ওপর এই ঘৃণ্য হামলার প্রতিবাদ না করি, আর জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে ব্যর্থ হই, তবে পুরো বাংলাদেশই নুর ভাইয়ের মতো রক্তাক্ত হবে।”

এনসিপি নেতা হাসনাত আরও যোগ করেন, “নুর ভাইয়ের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ভারতের নির্দেশনায় বিপ্লবীদের রক্ত ঝরিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এই অপচেষ্টা আমরা ব্যর্থ করে দেব।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments