গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন।
যুব অধিকার পরিষদ বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক আবু কাওসার তাজ বলেন, “নুরুল হক নুর কেবল ডাকসুর সাবেক ভিপি নন, তিনি জাতীয় নেতা। তাকে সবাই চেনে। অথচ তাকে নির্মমভাবে লাঠিপেটা করে আহত করা হয়েছে। আমরা এর ন্যায়বিচার চাই।”
কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের নেতা গিয়াস উদ্দিন বলেন, “২০১৮ সালের কোটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নুর, আবার ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছেন তিনি। আওয়ামী ফ্যাসিবাদের সময়ও তিনি নানা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ নতুন বাংলাদেশেও তার ওপর হামলা মেনে নেয়া যায় না।”
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, অবরোধের কারণে মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।