কুমিল্লার চান্দিনায় একজন যুবদল নেতার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি বলেছেন, “প্রয়োজনে আলাদা ব্যালট ছাপাবো, যে ব্যালটে ধানের শীষ থাকবে।” তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
বক্তব্য দেওয়া যুবদল নেতা চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়ের। তিনি জানান, অন্য দলের নেতার মন্তব্যের প্রেক্ষিতে তিনি এমন কথা বলেছেন। ভিডিওটি মূল বক্তব্যের মাত্র ১০ সেকেন্ডের অংশ কেটে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট চান্দিনা উপজেলার কংগাই উচ্চবিদ্যালয় মাঠে গল্লাই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবুল খায়ের। শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে তার ১০ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তিনি বলেন, “ব্যালট পেপার ছাপা যখন হবে, তখন দেখব। প্রয়োজনে আলাদা ব্যালট ছাপাবো, যে ব্যালটে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।”
আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, “আমার বক্তব্যের এক দিন আগে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ ছাতা মার্কার কথা বলেছিলেন। তিনি চান্দিনার ব্যালটে ধানের শীষ থাকবে না বলেছিলেন। এই প্রেক্ষাপটে আমি আবেগপ্রবণ হয়ে এই মন্তব্য করেছি। সারাদেশের ব্যালটের কথা বলিনি, শুধুমাত্র চান্দিনার প্রসঙ্গে বলেছি। পুরো ভিডিও না কেটে দেখলে বিষয়টি বোঝা যাবে। যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি।”
কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, ভিডিওটি সম্পূর্ণ না দেখে বিভ্রান্তি তৈরি হয়েছে। আবুল খায়ের ইতিমধ্যেই ফেসবুক লাইভে এসে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং পরিস্থিতি পরিষ্কার করেছেন।