Saturday, August 30, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষসিরাজগঞ্জে বাইচ নৌকা ও বরযাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে প্রাণ গেল ২ জন

সিরাজগঞ্জে বাইচ নৌকা ও বরযাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে প্রাণ গেল ২ জন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার মহড়ার সময় বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বাইচ দলের নৌকার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০–১২ জন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চাকসা দক্ষিণপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ নামের একটি বাইচ দল মহড়া শেষে ফেরার সময় দহকুলা ব্রিজের কাছে বরযাত্রীবাহী নৌকার সঙ্গে তাদের নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাইচ নৌকাটি ডুবে গেলে সবাই পানিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

এএসআই ওমর ফারুক জানান, দুর্ঘটনায় বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments