ছয় বলে ছয় ছক্কার কীর্তি ক্রিকেট ইতিহাসে রবি শাস্ত্রী, যুবরাজ সিং, হার্শেল গিবস, কাইরন পোলার্ডের মতো তারকারা গড়েছেন। তবে মাত্র ১২ বলে ১১ ছক্কা হাঁকানো প্রায় অকল্পনীয়! এবার সেই রেকর্ডই গড়ে দেখালেন ভারতের ক্রিকেটার সালমান নিজার, কেরালা ক্রিকেট লিগে।
তিরুবনন্তপুরমে কালিকট ও ত্রিবান্দ্রমের মধ্যকার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে কালিকট। ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১১৫ রান। তখন অনুমান করা হচ্ছিল দলটি সর্বোচ্চ ১২৫–১৩০ রানের মতো সংগ্রহ করতে পারবে। কিন্তু এরপরই নাটকীয়ভাবে খেলার মোড় ঘুরিয়ে দেন বাঁহাতি ব্যাটার সালমান।
১৯তম ওভারে তিনি টানা পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকান। সেই ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে নিজের স্ট্রাইক ধরে রাখেন তিনি। এরপর ২০তম ওভারে আরও ভয়ঙ্কর রূপে হাজির হন সালমান। অভিজিৎ প্রবীণের করা ছয় বলের ছয়টিই উড়িয়ে মারেন গ্যালারিতে। এ সময় একটি ওয়াইডও দেন বোলার, ফলে শেষ ওভারে ওঠে ৪০ রান।
দুই ওভারে একাই ৭১ রান যোগ করেন সালমান নিজার। শেষ পর্যন্ত মাত্র ২৬ বলে অপরাজিত ৮৬ রান করেন, যার মধ্যে ছিল ১১টি ছক্কা। তার ঝড়ো ব্যাটিংয়ে কালিকটের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান।
কেরালার তরুণ এই ক্রিকেটার গত মৌসুম থেকেই আলোচনায়। রঞ্জি ট্রফিতে তিনবার নব্বইয়ের ঘরে রান পেলেও এখনো শতক পাননি তিনি। তবে লাল বলে নয়, সাদা বলের ক্রিকেটেই তার ভয়ঙ্কর রূপ সবচেয়ে বেশি ফুটে ওঠে।