Sunday, August 31, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাবিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, প্রথমে পরিচালক পদে মনোনয়ন

বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, প্রথমে পরিচালক পদে মনোনয়ন

দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল যে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিতে পারেন। সম্প্রতি তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবির নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সাবেক ওপেনার তামিম এবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রথমে তিনি বোর্ডের পরিচালক পদে মনোনয়ন দিতে যাচ্ছেন, পরে প্রয়োজনে সভাপতি পদেও নজর রাখতে পারেন।

একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “কেউ আগে থেকে বলতে পারে না কে সভাপতি হবেন। আমি নিজেও অনেক কিছু দেখছি ও শুনছি। মূল বিষয় হলো, আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কি না। কোয়াবে সরাসরি সভাপতি নির্বাচিত হয়, কিন্তু বিসিবিতে প্রথমে পরিচালক হতে হয়।”

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাব থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ৮ বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০ জন, এবং ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় ১ জন নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করে ২ পরিচালক। নির্বাচিত পরিচালকরা পরে ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

তামিম জানান, “পরিচালক হওয়ার পরই সভাপতি পদের দিকে নজর থাকবে। যদি পর্যাপ্ত সমর্থন থাকে, তখন ভাবব। নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্য হলো বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ পদে এসে কার্যকর সিদ্ধান্ত নেওয়া।”

তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যেই দুটি ক্লাবে সংগঠক হিসেবে বিনিয়োগ করেছেন। কোনো এক ক্লাবের কাউন্সিলর হিসেবেও তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তামিম মনে করেন, এমন প্রার্থী বেছে নেওয়া উচিত, যিনি সত্যিই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সক্ষম।

বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, নোটিশ ও সময়সূচি নির্ধারণের নিয়ম অনুসারে নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments