আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬, এতে শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। অনেক মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদ এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। এতে বহু গ্রামের ঘরবাড়ি ভেঙে পড়ে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে জানা গেছে, কেবল একটি গ্রামেই অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্গম এলাকা হওয়ায় সঠিক তথ্য সংগ্রহে সময় লাগবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। দুর্গম এলাকায় যাওয়ার কারণে উদ্ধারকাজে দেরি হচ্ছে। উদ্ধারকারী দল এখনো ঘটনাস্থলে কাজ করছে।
কুনার প্রদেশের তথ্য প্রধান নাজিবুল্লাহ হানিফ জানান, ইতিমধ্যে শতাধিক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দূরবর্তী গ্রামগুলো থেকে খবর আসলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর প্রভাব সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চল পর্যন্ত অনুভূত হয়েছে।
উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে আফগানিস্তান দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে রয়েছে। এর আগে গত বছর দেশটির পশ্চিমাঞ্চলে একাধিক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।