সোমবার (১ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, “অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব—এটাই আমাদের প্রত্যাশা।”
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।