আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
সাদাপাথর লুটসংক্রান্ত দুদকের প্রতিবেদন বিষয়ে তিনি বলেন, দুদকও একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই চলছে। যদি প্রতিবেদন সত্য প্রমাণিত হয়, তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে চার হাজার পুলিশ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছে, আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে, নতুন আরেকটি ব্যাচও প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেসব বিষয়ে শিক্ষকরা যথেষ্ট যোগ্য, তারাই সমস্যার সমাধান করবেন।
এর আগে সকাল ১০টায় তিনি বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।