ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামেন। তবে খুব শীঘ্রই পরিস্থিতি বদলে যায়। স্থগিতাদেশ বাতিলের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদী শ্লোগান আনন্দ উল্লাসে পরিণত হয় এবং বিক্ষোভ মিছিল মুহূর্তের মধ্যে আনন্দ মিছিলে রূপ নেয়।
প্রথমে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার?’, ‘হাইকোর্টের প্রহসন মানি না, মানবো না’, ‘হাইকোর্ট না ডাকসু? ডাকসু ডাকসু’। কিন্তু স্থগিতাদেশ বাতিলের সংবাদ আসার সঙ্গে সঙ্গে তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ এক সংবাদ সম্মেলনে জানান, ডাকসু নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত, শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর তাদের লাল কার্ড দেখাবে। নির্ধারিত সময়ে ডাকসু অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরাই বিজয়ী হবেন।
শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “আওয়ামী-বামদের ষড়যন্ত্রে ডাকসু স্থগিতের রায় আমরা মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থগিতের মতো কোনো পরিস্থিতি নেই। যথাসময়ে ডাকসু হবে, এটাই আমাদের প্রত্যাশা।”