Monday, September 1, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষডাকসু স্থগিতের প্রতিবাদে উত্তাল ঢাবি, হাইকোর্টের রায় মানতে অস্বীকৃতি শিক্ষার্থীদের

ডাকসু স্থগিতের প্রতিবাদে উত্তাল ঢাবি, হাইকোর্টের রায় মানতে অস্বীকৃতি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসজুড়ে স্লোগানে মুখরিত করেন।

শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘ডাকসু আমার অধিকার, রুখে দিতে সাধ্য কার?’, ‘হাইকোর্টের প্রহসন মানি না, মানবো না’, ‘হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘দিতে হবে, দিতে হবে—ডাকসু নির্বাচন দিতে হবে।’

ঢাবি শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “কার স্বার্থে ডাকসু স্থগিত করা হচ্ছে? আওয়ামী ও বামপন্থিদের ষড়যন্ত্রে ডাকসু বন্ধ রাখা হবে—এটা আমরা মেনে নেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু না হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যথাসময়ে ডাকসু নির্বাচন করতেই হবে।”

এজিএস পদপ্রার্থী ও বামপন্থি প্রতিরোধ পর্ষদ প্যানেলের জাবির আহমেদ জুবেল বলেন, “হাইকোর্টের দোহাই দিয়ে ডাকসু নির্বাচন স্থগিত করা যাবে না। ঢাবির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ৯ সেপ্টেম্বর নির্বাচন অবশ্যই করতে হবে। হাইকোর্টের স্থগিতাদেশে বিভ্রান্ত হওয়া যাবে না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments