পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা ৫ জনের সবাই নিহত হয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) সোমবার বেলা ১০টার দিকে এক বিবৃতিতে জানিয়েছে, এমআই-১৭ হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল এবং আজকের উড্ডয়নটি ছিল রুটিন ফ্লাইং। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ২ জন পাইলট, ২ জন ক্রু এবং ১ জন ফ্লাইট প্রকোশলী ছিলেন। তারা সকলেই নিহত হয়েছেন।
দিয়ামের জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটি সম্প্রতি নির্মিত একটি হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময় বিধ্বস্ত হয়।
এমআই-১৭ হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি সামরিক এয়ারক্র্যাফট। ১৯৭৫ সালে এটি প্রথম তৈরি হয়, পরে কয়েক বছর উৎপাদন বন্ধ থাকলেও ২০২৪ সালে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।
উল্লেখ্য, কিছু সপ্তাহ আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। তৎকালীন ঘটনায় ৫ যাত্রীসহ হেলিকপ্টারের চালক নিহত হন। সেই হেলিকপ্টারটি বন্যাপীড়িত এলাকায় ত্রাণ বিতরণের জন্য রওনা হয়েছিল।