Monday, September 1, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদবহিরাগত হামলার প্রতিবাদে বাকৃবির শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলেন

বহিরাগত হামলার প্রতিবাদে বাকৃবির শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলেন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার প্রতিবাদ এবং ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে। এ সময় তারা রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, সকাল ৯ টার দিকে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তারা ছয় দফা দাবি তুলে ধরেন।

আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী জানান, “বাকৃবিতে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কারণে ক্যাম্পাস ও হল বন্ধ করেছে, আমরা তা মানি না। ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments